মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 29, 2025 7:50 PM

printer

কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ নতুন দিল্লীতে ভার্চুয়ালি কয়লা খনি নিলামের চতুর্দশ পর্বের সূচনা করেছেন।

কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ নতুন দিল্লীতে ভার্চুয়ালি কয়লা খনি নিলামের চতুর্দশ পর্বের সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই নিলামের লক্ষ্য হল সহজে ব্যবসার পথ সুগম করা, বিভিন্ন ক্ষেত্র থেকে বিনিয়োগ আকৃষ্ট করা এবং এই শিল্পে যোগদানকে আরো উত্সাহিত করা। এবারই প্রথম কয়লা ও খনি মন্ত্রক, আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশনের সুযোগ এই নিলাম পদ্ধতিতে রেখেছে। এর ফলে মাটির গভীরে থাকা কয়লা উত্তোলনে সুবিধা হবে। পাশাপাশি শ্রী রেড্ডি কয়লা শক্তি ড্যাশ বোর্ডেরও আজ সূচনা করেন। এর মাধ্যমে খনি থেকে বাজারে সরবরাহ শৃঙ্খলের প্রতিটি পর্বের ওপর নজরদারি করা সম্ভব হবে।