January 22, 2026 9:47 PM

printer

কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্দবিয়া, ক্রীড়া কে এমন এক অনুঘটক হিসেবে অভিহিত করেছেন

কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্দবিয়া, ক্রীড়া কে এমন এক অনুঘটক হিসেবে অভিহিত করেছেন, যা মানুষের চরিত্র গঠন ও নেতৃত্ব দানের ক্ষমতাকে জোরদার করে, দেশের উন্নতির পথ প্রশস্ত করে। তিনি আজ মুম্বাইতে ইয়ং লিডারস ফোরাম আয়োজিত যুব ক্ষমতা ক্রীড়া কনক্লেভে ভার্চুয়ালই ভাষণ দিচ্ছিলেন। শ্রী  মান্দবিয়া বলেন, তরুণ যেসব আথলিট অনুশাসনের ডোরে বাঁধা , তাঁরা দেশকে প্রত্যয়ী, দৃঢ় সঙ্কল্প এবং বিশ্বকে নেতৃত্বদানের জন্যে গড়ে তুলতে সদা প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এই প্রথম ক্রীড়া ও ক্রীড়া সংক্রান্ত কার্যকলাপ, জাতীয় অগ্রাধিকারের তালিকার পুরভাগে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।