কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারত ক্রীড়াক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে আসার লক্ষ্য নিয়েছে। আহমেদাবাদে কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রীড়াক্ষেত্রে যথাযথ সংস্কার সাধনের মাধ্যমে বহুদূর অগ্রসর হয়েছে। আগামী দশ বছরে প্রধানমন্ত্রী ক্রীড়াক্ষেত্রে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে আসার লক্ষ্যমাত্রা রেখেছেন বলে তিনি জানান। সেই উপলক্ষ্যেই গত সংসদ অধিবেশনে সরকার ক্রীড়া প্রশাসন বিল পেশ করেছে। এই বিল জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে গুরুত্ব আরোপ করেছে।
Site Admin | August 25, 2025 8:12 AM
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারত ক্রীড়াক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে আসার লক্ষ্য নিয়েছে।
