কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, দেশের নাগরিক বিশেষ করে যুব সমাজকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে বিকশিত ভারত গঠনে এগিয়ে আসতে হবে। নতুন দিল্লীর আকাশবাণী ভবনে গতকাল সর্দার প্যাটেল স্মারক বক্তৃতার ২০২৫-এ বক্তব্য রাখেন তিনি। শ্রী মান্ডভিয়া বলেন, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্দার প্যাটালের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছে।
ভারতের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি আকশাবাণী এই স্মারক বক্তৃতার আয়োজন করে। বক্তৃতার সম্পূর্ণ রেকর্ডিং আগামীকাল সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাত সাড়ে ৯ টায় আকাশবাণীর সবকটি নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।