কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার গৌচারে রাজ্য স্তরের কৃষক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্য কৃষি মন্ত্রী গণেশ জোশী গতকাল অনুষ্ঠানের অকুস্থলে ব্যবস্থাপনা পরিদর্শন করেন। তিনি বলেন, এই অনুষ্ঠানে কৃষকদের সমস্যা নিয়ে সরাসরি কথার বোলার মঞ্চ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শ্রী চৌহান। কৃষকদের সঙ্গে আলোচনা অনুষ্ঠান থেকে সরাসরি উত্তরাখণ্ডের ৯৫টি উন্নয়ন ব্লকে প্রচারিত হবে। এই অনুষ্ঠানের মঞ্চে সরকারি প্রকল্প নিয়ে সচেতনতা তৈরি করা হবে বলেও জানান গণেশ জোশী। তিনি আরও বলেন, উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে প্রতি মাসের বৃহস্পতি বার কৃষক দিবস হিসেবে পালন করা হবে।
Site Admin | December 29, 2025 12:26 PM
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের চামোলিতে কৃষক দিবস অনুষ্ঠানে যোগ দেবেন