কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী সরকারের ‘পূর্বোত্তর সম্পর্ক সেতু’ কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের সরকারি সফরে সিকিমে পৌঁছেছেন। দেশের উত্তর-পূর্ব অঞ্চলে কৃষি ব্যবস্থার প্রসার এবং উন্নয়নমূলক উদ্যোগগুলিকে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ।
আগামীকাল তিনি সোরেঙ্গো সফর করবেন এবং একটি পর্যালোচনা সভায় যোগ দেবেন।
আগামী ২৫ তারিখে মন্ত্রী দক্ষিণ সিকিমের নামচি জেলার বারমোইকে অবস্থিত কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্যানতত্ত্ব বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।