মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 19, 2025 5:18 PM

printer

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আগামী তেসরা অক্টোবর বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যকর হবে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আগামী তেসরা অক্টোবর বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যকর হবে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে অতিরিক্ত প্রশ্নের উত্তর শ্রী চৌহান জানান, ১৮ ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। এর উদ্দেশ্য হল কৃষক ও কৃষিবিজ্ঞানীদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন।

কৃষি মন্ত্রী আরও জানান, বিকশিত কৃষি সংকল্প অভিযানে কয়েক হাজার কৃষি বিজ্ঞানী ও কৃষি দপ্তরের আধিকারিকরা বিভিন্ন গ্রামে যাবেন, মত বিনিময় করবেন কৃষকদের সঙ্গে। ফসলের উত্পাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি ক্ষেত্রের নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে তারা অবহিত করবেন কৃষকদের।

কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষি ক্ষেত্রে দীর্ঘস্থায়ী উত্পাদনের লক্ষ্যে সবরকমের প্রয়াস চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিসংখ্যান দিয়ে কৃষি মন্ত্রী জানান, চলতি বছর মে মাসে, আগের কৃষি সংকল্প অভিযানে ১ কোটি ৩৩ লক্ষ কৃষকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।