January 1, 2026 11:56 AM

printer

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রাম জি প্রকল্প জবকার্ডধারীদের কর্ম সংস্থান বৃদ্ধি, মহিলা ও কৃষকদের ক্ষমতায়নে সাহায্য করবে এবং গ্রামীণ উদ্যোক্তাদের উত্সাহিত করতে কার্যকর ভূমিকা নেবে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রাম জি প্রকল্প জবকার্ডধারীদের কর্ম সংস্থান বৃদ্ধি, মহিলা ও কৃষকদের ক্ষমতায়নে সাহায্য করবে এবং গ্রামীণ উদ্যোক্তাদের উত্সাহিত করতে কার্যকর ভূমিকা নেবে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শ্রী সিং বলেন, দু কোটির বেশি লাখপতি দিদি স্বনির্ভর হয়ে উঠেছেন এবং দেশের অন্যান্য অংশের মহিলাদের বিশেষভাবে অনুপ্রাণিত করছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে গ্রাম, দরিদ্র, কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে বিকশিত ভারত গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।