কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে, বর্তমান চাহিদার কথা মাথায় রেখে এবং পূর্ববর্তী এমজি-নারেগা প্রকল্পের ত্রুটিগুলো দূর করার জন্য সংসদ, ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন, গ্রামীণ’ বিলটি পাস করেছে। তিনি আজ ভোপালে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন।
প্রকল্পের নাম পরিবর্তনের বিষয়ে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতেও যখন বিরোধী দলগুলো ক্ষমতায় ছিল, তখনও কর্মসংস্থান সম্পর্কিত প্রকল্পগুলোর নাম বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। শ্রী চৌহান বলেন, বিকশিত ভারত জি-রাম-জি প্রকল্পটিকে আরও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর গতিশক্তি উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পে বেকার ভাতা প্রদানের পাশপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারটি সুনিশ্চিত করা হয়েছে।