কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান জানিয়েছেন, মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে সরকার, ২০২৫৬-২৬ অর্থবর্ষে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ৬৮ হাজার ৩শো৯৩ কোটি টাকার বেশী অর্থ মঞ্জুর করেছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের অবাবে মন্ত্রী বলেন, মঞ্জুর হওয়া মোট অর্থের মধ্যে ৫৯ হাজার ৮শো৫৩ কোটি টাকা মজুরী খাতে এবং ১০ হাজার ৫শো৪০ কোটি টাকার বেশী দেওয়া হয়েছে সরঞ্জাম ও প্রশাসনিক খাতে। এই প্রকল্পের অধীনে সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে কেন্দ্র উপভোক্তাদের অ্যাকাউন্টে মজুরী বাবদ অর্থ পাঠিয়ে দিয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন।
Site Admin | December 2, 2025 10:04 PM
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান জানিয়েছেন, মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে সরকার, ২০২৫৬-২৬ অর্থবর্ষে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ৬৮ হাজার ৩শো৯৩ কোটি টাকার বেশী অর্থ মঞ্জুর করেছে।