কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান , কৃষি বিশ্ববিদ্যালয় গুলির স্নাতক স্তরের ২০ শতাংশ আসন একটি সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে পূরণ করার কথা ঘোষণা করেছেন। তিনি গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের কৃষি গবেষণা পরিষদ (Indian Council of Agricultural Research) এক দেশ, এক কৃষি, এক দলের ভিত্তিতে এই পরীক্ষা নেবে। এর ফলে উচ্চমাধ্যমিকে জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা অঙ্ক নিয়ে পড়া শিক্ষার্থীরা সরাসরি CUET-ICAR পরীক্ষার মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারবে।
শ্রী চৌহান এও বলেন,২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই পরীক্ষা চালু হবে । এর ফলে ভর্তি প্রক্রিয়া আরও সহজ হবে।