কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ বেঙ্গালুরুতে ধ্রুব এনজি হেলিকপ্টারের উদ্বোধনী উড্ডয়নের উদ্বোধন করবেন। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার নেক্সট জেনারেশন ধ্রুব হল ২০২৫ সালের অ্যারো ইন্ডিয়া শোতে এইচএএল প্রদর্শিত দেশীয় হেলিকপ্টারের একটি রূপ। ছয় থেকে ১৪ জন যাত্রী বহনকারী হেলিকপ্টারটি পর্যটন, ভিআইপি পরিবহন, দুর্যোগ ও বন্যা ব্যবস্থাপনা এবং অফশোর মিশনের মতো বিভিন্ন ভূমিকা পালন করতে সক্ষম।
Site Admin | December 30, 2025 10:41 AM
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ বেঙ্গালুরুতে ধ্রুব এনজি হেলিকপ্টারের উদ্বোধনী উড্ডয়নের উদ্বোধন করবেন।