মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 15, 2025 4:32 PM

printer

কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ আজ উত্তর কর্ণাটকের কপ্পালের মেথাগাল গ্রামে কৃষি প্রশিক্ষণ ও কমন ফেসিলিটি কেন্দ্রের উদ্বোধন করেছেন।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ আজ উত্তর কর্ণাটকের কপ্পালের মেথাগাল গ্রামে কৃষি প্রশিক্ষণ ও কমন ফেসিলিটি কেন্দ্রের উদ্বোধন করেছেন। সাংসদ তহবিল বা MPLAD-এর আর্থিক সহায়তায়, কৃষি ও গ্রামন্নয়ন ব্যাঙ্ক নাবার্ড, এই কেন্দ্র নির্মাণ করেছে।

সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন,এই  প্রশিক্ষণ ও কমন ফেসিলিটি কেন্দ্র, কৃষি উৎপাদনকারী সংস্থা-FPO-গুলিকে খাদ্য প্রক্রিয়াকরণ ও আধুনিক চাষাবাদের পদ্ধতি রুপায়নে সাহায্য করবে।  তিনি আরও বলেন, কেন্দ্র ৮৪০ মেট্রিক টন আম, ৬০০ মেট্রিক টন পেঁপে প্রক্রিয়াকরণ এবং রস ও পাল্প তৈরি করতে সক্ষম। ভারতের খাদ্য নিরাপত্তা ও মানক কর্তৃপক্ষ FSSAI এই সামগ্রিগুলিকে ছাড়পত্র দেওয়ায় শহরের বাজারে তা সহজলভ্য হবে। এর ফলে কৃষকদের আয় ও বৃদ্ধি পাবে, বাড়বে রাজস্ব’ও। সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, এই আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক GST সংস্কারে ট্রাক্টর, টিলার, কৃষি যন্ত্রপাতি, জৈব কীটনাশক, সার ও মাইক্রো- নিউট্রিয়েন্টের শুল্ক ১২ শতাংশ থেকে কমে পাঁচ বা শূণ্য শতাংশে নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ধনধান্য কৃষি যোজনা’-র কথা উল্লেখ করে সীতারামণ বলেন, এই প্রকল্প, কৃষকদের উচ্চমানের বীজ সংগ্রহ, অত্যাধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন, জল সংরক্ষণ, ফসল ও সেচের আধুনিকীকরণে সহায়ক হবে।    

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।