May 9, 2025 9:28 PM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, আজ ব্যাঙ্কগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, আজ ব্যাঙ্কগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সংকটের সময় যাতে কোনরকমভাবে পরিষেবা ব্যহত না হয়, সেদিকেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে দৃষ্টি দিতে বলেছেন। সাম্প্রতিক ভূ- রাজনৈতিক টেনশনের পরিপ্রেক্ষিতে তিনি আজ সরকারী ও বেসরকারি ব্যাংক, বিভিন্ন আর্থিক সংস্থা ও বীমা সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি UPI,ইন্টারনেট ব্যাংকিং, ATM পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে বলেছেন।বীমা কোম্পানিগুলিকেও সময়মত গ্রাহকদের দাবি বা claim মিটিয়ে দিতে অনুরোধ করেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।