কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দ্বিতীয় পর্যায়ে জিএসটি সংস্কার দেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। উৎসবের মরশুমে বৈদ্যুতিন অটোমোবাইল এবং ভোগ্যপণ্যের মতো অর্থনীতির প্রধান ক্ষেত্রগুলিতে রেকর্ড বিক্রিবাটা হচ্ছে। নতুন দিল্লিতে আজ জিএসটি সাশ্রয় উৎসব সংক্রান্ত এক যৌথ সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে উপস্হিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল। অর্থমন্ত্রী বলেন, জিএসটি কর ছাড়ের সুবিধা সাধারণ নাগরিকের কাছে পৌঁছে যাচ্ছে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেন, এবছর নবরাত্রির সময় রেকর্ড পরিমাণ কেনাকাটা হয়েছে, গত বছর এই সময়ের তুলনায় চলতি বছরের নবরাত্রিতে বৈদ্যুতিন পণ্যের বিক্রয় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জিএসটি সংস্কারের ফলে হ্রাস পেয়েছে খাদ্যপণ্যের দামও।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ুষ গোয়েল বলেছেন, নবরাত্রিতে যানবাহন বিক্রির হার অত্যন্ত বেড়েছে এবং ইলেক্ট্রনিক্স বাজার যাবতীয় সব রেকর্ড ভেঙে দিয়েছে। শ্রী গোয়েল বলেন, আন্তর্জাতিক অস্হিরতার মধ্যেই দেশে বিকাশের গতি এতোটাই শক্তিশালী ও স্হিতিশীল রয়েছে, এরফলে আন্তর্জাতিক অর্থ ভান্ডারও তার পূ্র্বাভাষ পরিমার্জন করে ভারতের বিকাশ হার ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে জানিয়েছে।