কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, পরবর্তী প্রজন্মের GST সংস্কার – এর ফলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবেন। এছাড়াও এই হার কমার ফলে দেশের অর্থনীতিতে আরও অন্তত দু লক্ষ কোটি টাকা অন্তর্ভুক্ত হবে। তিনি আজ কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষাভবণে পরবর্তী প্রজন্মের পণ্য পরিষেবা কর কমিটির বৈঠকে বলেন, মহালয়ার পরের দিন থেকেই এই পরিবর্তিত gst হার কার্যকর হতে চলেছে। বাংলা সবার থেকে এগিয়ে – এই পরিসংখ্যান দিয়ে তিনি বলেন gst র এই পরিবর্তন বাংলার মানুষকে পুজোর উপহার।
“পণ্য ও পরিষেবা কর হারে” পরিবর্তনের পর এই প্রথম কলকাতা সফরে এসে অর্থমন্ত্রী বলেন,পণ্য পরিষেবা করের হারে পরিবর্তনের সময় এই রাজ্যের কথাও মাথায় রাখা হয়েছে। বাংলার বেশ কিছু জনপ্রিয় সামগ্রীর ক্ষেত্রে জিএসটির হার পরিবর্তন করে মাত্র পাঁচ শতাংশ রাখা হয়েছে।
শ্রীমতী সীতারমন আরও বলেন, শুধুমাত্র করের হার কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়াই নয়, বরং সংস্কার ও সরলীকরণের মাধ্যমে দেশের সার্বিক কর ও রাজস্ব ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলাই নতুন যুগের জিএসটি সংস্কারের উদ্দ্যেশ্য। ৮ বছর আগে চালু হওয়া পণ্য পরিষেবা কর কাঠামো ঢেলে সাজানোর আগে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করা হয়েছে। রাজ্যগুলির মতামত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী, স্বপন দাশগুপ্ত, দীনেশ ত্রিবেদী প্রমুখ উপস্থিত ছিলেন।