মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2025 7:44 AM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ বলেছেন, নতুন #GST-র হার দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা বাড়াবে, এ ছাড়া  মূলধনী ব্যয়ের ওপরেও এর কোন  প্রভাব পড়বে না।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ বলেছেন, নতুন #GST-র হার দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা বাড়াবে, এ ছাড়া  মূলধনী ব্যয়ের ওপরেও এর কোন  প্রভাব পড়বে না। এক সাক্ষাৎকারে, গতকাল  শ্রীমতী সিতারামণ বলেন, ৯৯ শতাংশ পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে GST-র হার কমে শূন্য শতাংশে নেমেছে অথবা ৫ বা ১৮ শতাংশ হয়েছে।

শ্রীমতী সিতারামণ বলেন, পেট্রোলিয়াম এবং অ্যালকোহলকে GST-র বাইরে রাখা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ৫০ শতাংশ কর চাপানোয় এদেশের রফতানিকারিদের ওপর কি প্রভাব পর্বে সরকার তা খতিয়ে দেখছে। রফতানিকারিদের সুবিধার্থে বিশেষ প্যাকেজের বিষয়েও চিন্তা ভাবনা চলছে।