কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, গত দশ বছরে দেশে মোট প্রত্যক্ষ কর আদায় ২৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে কর ফেরতের পরিমাণ ৪৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং করদাতাদের সংখ্যা ১৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, কর ফেরত প্রদানের গড় সময় ২০১৩ সালের ৯৩ দিন থেকে কমে গত বছরে মাত্র ১৭ দিনে দাঁড়িয়েছে। মূলত ডিজিটাল পরিকাঠামোর উন্নতির কারণের ফলেই কর ফেরত প্রক্রিয়া আরও নিখুঁত এবং ত্বরান্বিত হয়েছে, এর মধ্যে রয়েছে এন্ড-টু-এন্ড অনলাইন ফাইলিং এবং ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থা। অর্থমন্ত্রক জানিয়েছে, প্রি-ফিলড রিটার্ন ব্যবস্থাগ্রহণ, রিফান্ড প্রক্রিয়াকরণে অটোমেশন প্রযুক্তি, সঠিক সময়ে টিডিএস ফেরত এবং অনলাইনে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার কারণে কর ফেরত প্রক্রিয়া দ্রুততর হয়েছে, এবং করদাতারাও উপকৃত হয়েছেন।