মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 11, 2025 12:08 PM

printer

কেন্দ্রীয় MSME দপ্তরের মন্ত্রী জিতন রাম মানঝি‌ বলেছেন, ক্ষুদ্র , অতি ক্ষুদ্র শিল্পগুলি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে বিগত ১০ বছরের ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে।  

কেন্দ্রীয় MSME দপ্তরের মন্ত্রী জিতন রাম মানঝি‌ বলেছেন, ক্ষুদ্র , অতি ক্ষুদ্র শিল্পগুলি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে বিগত ১০ বছরের ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে।  

গতকাল পাটনায় এক সাংবাদিক সম্মেলনে জিতন রাম মান্‌ঝি এই সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে  বলেন, ২০১৬ সালে MSME একটি পৃথক মন্ত্রক হিসেবে গঠিত হয় এবং  তারপর থেকে এই মন্ত্রক GDP ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ‌তাৎপর্যপূর্ণভাবে কাজ করে চলেছে। তিনি আরো বলেন, গত ৯ জুন দেশে ৬ দশমিক ৪৬ কোটি সংস্থা MSME ক্ষেত্রে নথিবদ্ধ হয়েছে, যার ফলে ২৮ কোটি মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন‌।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।