April 24, 2025 4:04 PM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আজ নয়াদিল্লীতে জিরো হাম-রুবেলা নির্মলী করণ অভিযান ২০২৫-২৬ এর সূচনা করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আজ নয়াদিল্লীতে জিরো হাম-রুবেলা নির্মলী করণ অভিযান ২০২৫-২৬ এর সূচনা করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা জানান, এই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের ৩২২টি জেলাই কোন হামে আক্রান্তের সন্ধান পাওয়া যাইনি। যেখানে ৪৮৭টি জেলায় কোনো রুবেলা কেস নেই। তিনি বলেন, এই সূচনা নিছক একটি প্রচার নয়, বরং এই দেশের কোটি কোটি শিশুর জীবনযাত্রার মান উন্নত করার একটি উপায়। এই উপলক্ষে শ্রী নাড্ডা, প্রতিমন্ত্রী ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সক্রিয় জন ভাগিদারীর মাধ্যমে টিকাকরণ অভিযান সম্পর্কে জানাতে আহ্বান জানান। হাম ও রুবেলার বিরুদ্ধে টিকাকরণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে তিনি সব বিধায়ক, সাংসদ, স্থানীয় ও পঞ্চায়েত প্রধানদের অংশগ্রহণের জন্য রাজ্য সরকারগুলিকে আহ্বান জানান।