কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ রুদ্রপুরে উত্তরাখণ্ড সরকারের ১ হাজার ২৭১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রুদ্রপুরে আয়োজিত উত্তরাখণ্ড বিনিয়োগ উৎসব – ২০২৫-এ তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এই উপলক্ষে জনসভায় ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, উত্তরাখণ্ডের মতো ছোট রাজ্যগুলির উন্নতি না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সরকার ছোট রাজ্যগুলির পাশাপাশি পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছে।
Site Admin | July 19, 2025 7:23 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ রুদ্রপুরে উত্তরাখণ্ড সরকারের ১ হাজার ২৭১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
