December 13, 2025 11:55 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ে বস্তার অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ে বস্তার অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। বস্তারের আঞ্চলিক সদর দপ্তর জগদলপুরে আজ বিকেলে এই অনুষ্ঠান হবে। উল্লেখ্য এ বছরই বস্তার অলিম্পিকের দ্বিতীয় বর্ষ। গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়পুরে এসে  পৌঁছন।এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীশাহ বলেছেন বস্তার হল এমন একটি জায়গা যেখানে যুব সমাজ এক সময় নকশালদের হিংসার কারণে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারে নি।আজ তারা নকশাল মুক্ত জীবনে এগিয়ে চলেছে ।তিনি বলেন বস্তার অলিম্পিক এই অঞ্চলের তরুণ প্রজন্মের প্রতিভাকে তুলে ধরতে সাহায্য করবে। মন্ত্রী সমাপ্তি অনুষ্ঠানে তরুণ ও খেলোয়াড় দের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।