কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, জৈবপ্রযুক্তি ক্ষেত্রে ভারত অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে এবং এটি দেশের জন্য বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তিনি আজ গুজরাটের গান্ধীনগর জেলার পেথাপুরে গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের BSL-4 বায়োকনটেইনমেন্ট সুবিধার শিলান্যাস অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী জানান, ২০১৪ সালে ভারতের বায়ো- অর্থনীতির পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। ২০২৪ সালের শেষে এটি বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ বিলিয়ন ডলার। তিনি আরও বলেন, গত এক দশকে দেশে বায়ো-স্টার্টআপ, বায়ো-ইনকিউবেটর এবং পেটেন্টের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। মন্ত্রী বলেন, আজ গান্ধীনগর জেলায় উদ্বোধন হওয়া BSL-4 ল্যাবটি দেশের মধ্যে পুণের পর দ্বিতীয় বৃহত্তম এবং এটি জাতির স্বাস্থ্য ক্ষেত্রের জন্য এক ধরনের সুরক্ষা ঢাল হিসেবে কাজ করবে।
Site Admin | January 13, 2026 10:06 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, জৈবপ্রযুক্তি ক্ষেত্রে ভারত অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে এবং এটি দেশের জন্য বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।