January 10, 2026 6:00 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশকে একটি আন্তর্জাতিক শক্তিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশকে একটি আন্তর্জাতিক শক্তিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্থানের যোধপুরে আজ মহেশ্বরী সম্প্রদায়ের জাতীয় সম্মেলনে ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় পণ্যের ব্যবহার দেশকে আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা প্রচারের ওপরও জোর দেন। অন্যান্য ভাষা শেখা ও চর্চা করলেও  মাতৃভাষাকে কখনোই ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন শ্রী শাহ

লোকসভা অধ্যক্ষ  ওম বিড়লা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মারওয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনশ্রী শাহ য়াজ সন্ধ্যায় জয়পুরে রাজস্থান পুলিশ অ্যাকাডেমিতে কনস্টেবল নিয়োগ অনুষ্ঠানে অংশ নেবেনদশ হাজার নবনিযুক্ত পুলিশ কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে