December 28, 2025 9:00 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আইএমএ নেটকন ২০২৫-এ অংশগ্রহণ করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আইএমএ নেটকন ২০২৫-এ অংশগ্রহণ করবেন। পরে, তিনি আহমেদাবাদ পৌরসভা নির্মিত ড্রেনেজ পাইপলাইন এবং এসজি হাইওয়ে পাইলট প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন, পাশাপাশি নব ভাঞ্জারের ক্ষতিগ্রস্ত পরিবারকে তাঁদের জমির স্বত্তও প্রদান করবেন।

এরপর, শ্রী শাহ গুরু গোবিন্দ ধাম পরিদর্শন করবেন এবং বিশ্ব উমিয়া ফাউন্ডেশন আয়োজিত যুব ব্যবসা মহাসম্মেলন ২০২৫ (Yuva Business Mahasamelan 2025)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সন্ধ্যায় মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের উপর ভিত্তি করে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান নমোৎসবে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।