December 11, 2025 10:20 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। লোকসভায়  গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার জবাবী ভাষণে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা কখনোই নির্ধারণ করতে পারেনা যে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হবেন। সীমান্তে অনুপ্রবেশের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ২’হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত এলাকায় ক্রমাগত অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি সেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। কারণ তাদের ভোটব্যাঙ্ক। এ প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে বলেন, তারা  জমি না দেওয়ায়, আন্তর্জাতিক সীমান্তের ৫৬৩ কিলোমিটার এলাকায় বেড়া  দেওয়া সম্ভব হচ্ছে না। আসাম, মেঘালয়ের মতো রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেরা দেওয়া সম্ভব হলেও, শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমান্ত’ই বছরের পর বছর খোলা পড়ে রয়েছে বলে তাঁর অভিযোগ।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, সরকারের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট অর্থাৎ- চিহ্নিতকরণ, বাদ দেওয়া ও অভিবাসনের নীতি, অবৈধ অনুপ্রবেশকারীদের কখোনোই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দেবে না। এই কারণেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী SIR জরুরী বলে দ্বর্থ্যহীন ভাষায় তিনি জানান। SIR-এর উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী ও দুই জায়গায় নাম আছে এমন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে ভোটার তালিকার পরিমার্জন। তিনি বলেন, একজনের নাম ভুলবশত বিভিন্ন জায়গায় থাকতেই পারে। কিন্তু  তা বাদ দেওয়া না হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং SIR তারই অঙ্গ।  অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণও  নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যেই  পড়ে।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস SIR নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং দেশ, সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।  প্রথম এসআইআর ১৯৫২  সালে, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী পদে থাকাকালীন হয়েছিল বলেও স্মরণ করিয়ে দেন তিনি। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।