মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 27, 2025 1:27 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাই-এ ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’-এর সূচনা করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাই-এ ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’-এর সূচনা করেছেন। পরিবহন, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনএর যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হয়েছে।

 এই বৃহৎ অনুষ্ঠানে ভারতের সমুদ্র অর্থনীতি, স্থিতিশীল সামুদ্রিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে। দেশ ও বিদেশের নৌ পরিবহণ ক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃত্ব, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, উদ্ভাবক এবং বিভিন্ন অংশীদাররা এতে যোগ দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসগুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলগোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তএবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রমুখ।