কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার পাঞ্জাবের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের বন্যার্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গত সন্ধ্যায় নতুন দিল্লিতে শ্রী শাহের সঙ্গে দেখা করেন এবং চলতি বর্ষার মরসুমে বন্যার ফলে রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি দুর্যোগ ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য রাজ্যের জন্য অতিরিক্ত তহবিলের দাবিও করেন।
মুখ্যমন্ত্রী আরো জানান, পাঞ্জাবে বর্তমানে ১২ হাজার ৫৮৯ কোটি টাকার বেশি তহবিল রয়েছে, যেখান থেকে তৎক্ষণাৎ ত্রাণ ও উদ্ধারের কাজ চালানো সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার রাজ্যে সাম্প্রতিক বন্যার সময় অনুসন্ধান, ত্রাণে কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে রাজ্য প্রশাসনকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করেছে।