মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 26, 2025 9:53 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন তিনি। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম- ‘অপারেশন সিঁদুর’। শ্রী শাহ্‌ বলেন, এই নির্বাচনের পর বাংলায় এমন সরকার ক্ষমতায় আসুক যারা ‘সোনার বাংলা’ নির্মাণ করবে।

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান। এর আগে এক্স হ্যান্ডেলের এক বার্তায় অমিত শাহ্‌, বিদ্যাসাগরকে মহান সমাজ সংস্কারক বলে উল্লেখ করে জানান, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন।

সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাট পৌঁছন। মাতৃ মন্দিরে পুজো’ও দেন তিনি। কালিঘাটের পর শ্রী শাহ সল্টলেক ইজেডসিসি-র দুর্গাপুজোর উদ্বোধনও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।