কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের আইন রক্ষাকারী সংস্থাগুলিকে সন্ত্রাসবাদী ও চোরাচালান কার্যকলাপের সঙ্গে যুক্ত পলাতকদের দেশে ফিরিয়ে আনার জন্যসেযা যা করনীয়, তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুনদিল্লিতে গতকাল দু’দিনের জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শাহ এই কথা বলেন। জংগীদের সঙ্গে -অপরাধী চক্রের সংযোগকে নষ্ট করার জন্য প্রয়োজনীয় কৌশল সন্ধানের পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর জোর দেন তিনি। সন্ত্রাসবাদীদের যারা আর্থিক সাহাযায় করে তাদের চিহ্নিত করতে হবে। বিভিন্ন পুলিশ বাহিনীকে দেশের উদ্ভাবিত প্রযুতি ব্যবহারের পরামর্শ দে তিনি ।