কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বেঙ্গালুরুতে আদি চুনচানাগিরি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন। এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারা স্বামী ও ভি সোমান্না এবং কর্নাটকের উচ্চ শিক্ষা মন্ত্রী ডক্টর স্মরণ প্রকাশ পাতিল বিরোধী দলনেতা আর অশোক উপস্থিত থাকবেন। আদিচুনচানাগিরি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং আদিচুনচানাগিরি মঠের বরিষ্ঠ পুরোহিত ডঃ নির্মলানন্দ স্বামী, জগৎগুরু স্বামী পরমাত্মানন্দ প্রমুখ ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নতুন BGS বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে একটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, নার্সিং, ফিজিওথেরাপি ও আনুষঙ্গিক স্বাস্থ্য বিজ্ঞান প্রতিষ্ঠান।