March 30, 2025 9:27 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সহযোগিতা মন্ত্রী অমিত শাহ বিহারের পাটনার বাপু সভানগরে Sahkar Se Samridhi সমবায় সম্মেলনের উদ্বোধন করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সহযোগিতা মন্ত্রী অমিত শাহ বিহারের পাটনার বাপু সভানগরে Sahkar Se Samridhi সমবায় সম্মেলনের উদ্বোধন করেছেন।
ব্যবসায়ী মণ্ডল, প্যাকস, নাবার্ড, মৎস্যচাষ, কমফেড ও তাঁতিদের সমিতির স্টল ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী।
সমবায় আন্দোলনের ওপর একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা ভারত তথা বিশ্বে সমবায় আন্দোলনের যাত্রাকে তুলে ধরে।