মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 13, 2024 6:20 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির রূপায়ন নিয়ে নতুন দিল্লীতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির রূপায়ন নিয়ে নতুন দিল্লীতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করছেন। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা। অরুণাচলপ্রদেশ, হিমাচলপ্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড এবং লাদাখের ১৯টি জেলার ৪৬টি ব্লকের নির্বাচিত গ্রামগুলির উন্নয়নেই  ভাইব্র্যান্ট ভিলেজ উদ্যোগ নেওয়া হয়েছে।  

      এই কর্মসূচির আওতায় কৃষি, উদ্যানপালন, পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার, দক্ষতা বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি  এবং সমবায় সমিতির উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।