মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 19, 2025 11:06 PM

printer

কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ সালের মহারাষ্ট্র ও কর্ণাটকের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের দ্বিতীয় কিস্তির অগ্রিম, ১হাজার ৯৫০ কোটি টাকার বেশি অর্থের অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ সালের মহারাষ্ট্র ও কর্ণাটকের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের দ্বিতীয় কিস্তির অগ্রিম, ১হাজার ৯৫০ কোটি টাকার বেশি অর্থের অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বরাদ্দ অনুমোদন দিয়েছেন। এরমধ্যে কর্ণাটকের জন্য ৩৮৪ কোটি এবং মহারাষ্ট্রের জন্য ১ হাজার ৫৬৬ কোটি টাকা দেওয়া হয়েছে। চলতি বছরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণে ব্যয় করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে,কেন্দ্রীয় সরকার যেকোন রকম প্রাকৃতিক বিপর্যয়ে সব রকম সাহায্য প্রদান করতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই সরকার রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে ১৩ হাজার ৬০৩ কোটি টাকা এবং কেন্দ্র বিপর্যয় মোকাবিলা তহবিলে ২ হাজার ১৮৯ কোটি টাকা বরাদ্দ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার,বন্যা,ভূমিধস,মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্য গুলিতে,সেনা মোতায়েন, বিমান বাহিনীর নিয়োগ ইত্যাদির খরচ বহন করে থাকে।চলতি বছরে বর্ষায় ক্ষতিগ্রস্ত ৩০ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য ১৯৯ টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে।