কেন্দ্রীয় সরকার চারটি নতুন শ্রম কোড গতকাল থেকে কার্যকর করার কথা ঘোষণা করেছে। বর্ষ প্রাচীন পুরনো শ্রম আইনের সরলীকরণ এবং সংস্কার সাধনই এর লক্ষ্য। নতুন শ্রম কোড উপযুক্ত মজুরি, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করবে বলে সরকার জানিয়েছে।
বিভিন্ন শিল্প সংগঠন ও বণিক সভা নতুন চারটি শ্রম বিধিকে স্বাগত জানিয়েছে। সামাজিক সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত এক মাইলফলক বলে উল্লেখ করা হয়েছে। ধন্বন্তরি গোষ্ঠীর চেয়ারম্যান রাজেন্দ্র খান্ডেলওয়াল আকাশবাণীকে জানালেন, সরকারের এই পদক্ষেপের ফলে ডেলিভারির মত কাজের সঙ্গে যুক্ত গিগওয়ার্কাররাও উপকৃত হবেন।
শ্রম কোড চালুর বিরোধিতা করেছে ১০ টি শ্রমিক সংগঠন। কেন্দ্রীয় সরকার দেশের গণতান্ত্রিক রীতিকে মান্যতা দিচ্ছেনা বলে তাদের অভিযোগ। আগামী ২৬ শে নভেম্বর এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।