কেন্দ্রীয় সরকার আজ চারটি নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে। বর্ষ প্রাচীন পুরনো শ্রম আইন সরলীকরণ করতে এবং সংস্কার সাধন করার লক্ষ্যে এই পদক্ষেপ। সমাজ মাধ্যমের এক পোষ্টে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া জানান,নতুন শ্রম কোড উপযুক্ত মজুরি, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করবে। চারটি নতুন শ্রম কোড আজ থেকেই কার্যকর হবে।
Site Admin | November 21, 2025 10:05 PM
কেন্দ্রীয় সরকার আজ চারটি নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে