November 9, 2025 9:47 PM

printer

কেন্দ্রীয় সরকার অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির অনুসন্ধানে ‘ন্যাশনাল ক্রিটিকাল মিনারেল মিশন’ চালু করেছে।

কেন্দ্রীয় সরকার অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির অনুসন্ধানে ‘ন্যাশনাল ক্রিটিকাল মিনারেল মিশন’ চালু করেছে। কলকাতায় আজ হিন্দুস্তান কপার লিমিটেডের ৫৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, এই প্রকল্পে ৩৪হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের অনুসন্ধান ও প্রক্রিয়াকরণ বৃদ্ধি পাবে। মন্ত্রী জানান,২০৪৭সালে স্বাধীনতার শতবর্ষে দেশ এক উন্নত অর্থনীতিতে পরিণত হওয়ার পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে। পাশাপাশি ২০৪৭সালের মধ্যে দেশকে নেট জিরো অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর। শ্রী রেড্ডি তার বক্তব্যে হিন্দুস্তান কপার লিমিটেডকে তাদের ৫৯তম প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়ে বলেন,এই সংস্থা দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তামার খনি সংস্থা। এছাড়া লিথিয়াম,নিকেল এবং কোবাল্টের মত গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রেও সংস্থার কাজ সম্প্রসারণের উদ্যোগ প্রশংসনীয়।