মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 12:14 PM

printer

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রক দেশের বিভিন্ন সমবায়গুলিকে সক্রিয় ও সফল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ।

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রক দেশের বিভিন্ন সমবায়গুলিকে সক্রিয় ও সফল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ। তিনি বলেন দেশে পাঁচ বছরের মধ্যে দু লক্ষ বহু উদ্দেশ্যসাধক কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য  গ্রহন করা হয়েছে। সেই দিকে দৃষ্টি রেখে ইতোমধ্যে ৩৫ হাজার  সমবায় কেন্দ্র তৈরি করা হয়েছে। সমবায় ক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে গতকাল নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পরামর্শদাতা কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি এ কথা বলেন। শ্রী শাহ বলেন সমবায় ক্ষেত্র ভূমিহীন ও দরিদ্র মানুষকে উন্নয়নের পথ দেখাতে পারে ।তিনটি জাতীয় স্তরে কো-অপারেটিভ সোসাইটি এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেন জাতীয় সমবায় নীতি ২০২৫ দেশের সর্বাত্মক সমবায় উন্নয়নের একটি সার্বিক দিশা দেখাবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।