August 11, 2024 4:33 PM

printer

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী রাজ্যে আরও চারটি ESI হাসপাতাল তৈরি করায় সায় দিয়েছে রাজ্য সরকার।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী রাজ্যে আরও চারটি ESI হাসপাতাল তৈরি করায় সায় দিয়েছে রাজ্য সরকার।   

 উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিঙে প্রতিটিতে ১০০ শয্যা যুক্ত এই অত্যাধুনিক হাসপাতালগুলি তৈরি করা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

 উল্লেখ্য, রাজ্যে বর্তমানে ১৩ টি ESI হাসপাতাল রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।