কেন্দ্রীয় শ্রম, কর্ম নিযুক্তি, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মন্ডভিয়া, আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে আকাশবাণী আয়োজিত ‘২০২৫ সালের সর্দার প্যাটেল স্মারক বক্তৃতা’য় ভাষণ দেবেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ভারতের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আকাশবাণী প্রতিবছর বার্ষিক এই স্মারক বক্তৃতার আয়োজন করে থাকে। অতীতে বিশিষ্ট নেতৃবৃন্দ, বিজ্ঞানী ও ঐতিহাসিকরা এই মঞ্চ থেকে স্মরণীয় ভাষণ দিয়েছেন। ১৯৫৫ সালে এই স্মারক বক্তৃতা শুরু হয়। প্রথম ভাষণ দেন সি রাজাগোপালাচারী। তারপর একে একে আসেন ডক্টর APJ আব্দুল কালাম, মোরারজী দেশাই, ডক্টর জাকির হোসেন, ডক্টর কারণ সিং, বসন্ত শাঠে, ডক্টর কে কস্তুরী রাজন প্রমুখ।
আজকের বক্তৃতার রেকর্ডে আগামী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে আকাশবাণীর প্রতিটি নেটওয়ার্ক থেকে সম্প্রচারিত হবে।