কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, চলতি অর্থবছরে প্রথম ত্রৈমাসিকে ভারতের ইলেকট্রনিক্স দ্রব্য রপ্তানি গত বছরের এই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেড়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পীযূষ গোয়েল জানিয়েছেন এটি ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির এক সাফল্য। এর ফলেই ২০১৪-১৫ থেকে শুরু হওয়া বিগত এক দশকে আমাদের দেশে ইলেকট্রনিক্স দ্রব্যের উৎপাদন ৩ হাজার ১০০ কোটি ডলার থেকে বেড়ে যা ১৩ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তিনি বলেন উৎপাদন ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ২০১৪ সালে আমাদের দেশে মাত্র দুটি মোবাইল ফোন নির্মাণ কেন্দ্র ছিল যা বর্তমানে বেড়ে ৩০০ য় পৌঁছে গেছে। ভারত বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। ইলেকট্রনিক্স ক্ষেত্রে দেশে বহুমানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সোলার মডিউল, নেটওয়ার্কের যন্ত্রপাতির মত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রাংশের উৎপাদন বৃদ্ধির ফলে রপ্তানিও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।