কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভারত সরকারের শিক্ষা মন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ICSSR-এর যৌথ সহযোগীতায় স্প্রিংগার নেচার সংস্থার উদ্যোগে আয়োজিত “ইন্ডিয়া রিসার্চ ট্যুর ২০২৫” নামক এক প্রকল্পের তৃতীয় পর্বের গতকাল উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে তিনি কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট প্রাঙ্গণে একটি অভিনব বাস যাত্রার সূচনা করেন। শ্রী মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকারের ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন উদ্যোগের অন্তর্ভুক্ত এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ভারতবর্ষে গবেষণার ক্ষেত্রে সততা, অন্তর্ভুক্তি ও উদ্ভাবনের প্রসার ঘটানো। প্রকল্পের তৃতীয় পর্বে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণার মানোন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে অগ্রগতির দিকে বিশেষ নজর দেওয়া হবে। প্রসঙ্গত, ইন্ডিয়া রিসার্চ ট্যুর প্রকল্পে দেশের নারীদের গবেষণামূলক কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদান করা সহ গবেষণার কাজে স্বচ্ছতা বৃদ্ধি ও জ্ঞানলাভের ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকারের মতো বিভিন্ন দিক সুনিশ্চিত করার মাধ্যমে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে শ্রী মজুমদার আশা প্রকাশ করেন। এদিন বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন আইআইএম কলকাতার ডিরেক্টর আলোক কুমার রায়, স্প্রিংগার নেচার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কটেশ সর্বসিদ্ধি সহ অন্যান্যরা।
Site Admin | November 1, 2025 9:25 AM
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ভারত সরকারের শিক্ষা মন্ত্রক ও ICSSR-এর যৌথ সহযোগীতায় স্প্রিংগার নেচার সংস্থার উদ্যোগে আয়োজিত “ইন্ডিয়া রিসার্চ ট্যুর ২০২৫” নামক এক প্রকল্পের তৃতীয় পর্বের গতকাল উদ্বোধন করেন।