কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বারাণসীতে কাশী তামিল সঙ্গমের চতুর্থ সংস্করণের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে শ্রী প্রধান বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে একটি সাংস্কৃতিক সেতু নির্মাণের লক্ষ্যে কাশী তামিল সঙ্গমের প্রথম সংস্করণের সূচনা করেছিলেন। তিনি বলেন ভারতের বহুভাষিক প্রকৃতিই এর শক্তি, এবং এই অনুষ্ঠান একটি জনআন্দোলনে পরিণত হয়েছে।
এদিকে, শ্রী আদিত্যনাথ এই অনুষ্ঠানকে ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক বিশাল সঙ্গম হিসাবে বর্ণনা করে বলেন, এই অনুষ্ঠান “এক ভারত শ্রেষ্ঠ ভারত” এর চেতনাকে শক্তিশালী করে।
এর আগে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান নমো ঘাটে কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরো কর্তৃক কাশী তামিল সঙ্গমের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। তামিলনাড়ু থেকে ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ বছর অনুষ্ঠানের মূল ভাবনা, “আসুন তামিল শিখি বা তামিল কর কমলম”।