কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন , বিজ্ঞানী, উদ্ভাবক এবং নীতি-নির্ধারককারীদের সার্বিক উন্নয়নের একজোট হয়ে এগিয়ে আসতে হবে। হায়দ্রাবাদে তরুণ বিজ্ঞানীদের আন্তর্জাতিক সম্মেলন এবং গ্লোবাল ইয়ং একাডেমির বার্ষিক সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সরকারের বিকশিত ভারত এবং জনকল্যাণমুখী কর্মসূচিকেই বিজ্ঞানীদের বাড়তি গুরুত্ব দিতে হবে।
ভারতের উদ্দেশ্য ও আদর্শের কথা তুলে ধরে প্রধান বলেন, “বসুধৈব কুটুম্বকম” – এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ – কেবল একটি স্লোগান নয় বরং ভারতের জন্য একটি জীবনযাত্রা। সুষ্ঠু ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যেই বিজ্ঞানীদের নীতিবান হতে হবে এবং ন্যায় সঙ্গত পথে চলতে হবে বলে তিনি তরুণ বিজ্ঞানীদের কাছে আহ্বান জানান।
অন্য আরো একটি প্রসঙ্গে শ্রী প্রধান বলেন, বিজ্ঞানের মাধ্যমেই গোটা বিশ্বের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হবে।আন্তর্জাতিক সৌর জোট এই উদ্দেশ্যকেই বাস্তবায়িত করতে চলেছে।