কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ সকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘এক দেশ, এক নির্বাচন’-এর জন্য একটি দৌড় সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী প্রধান জোর দিয়ে বলেন, ‘এক দেশ, এক নির্বাচন’ সময়ের দাবি। তিনি বলেন, ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণ করতে এবং ভারতকে একটি অর্থনৈতিক মহাশক্তিতে পরিণত করতে জাতীয় ও রাজ্য উভয় স্তরে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।