কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে রেলওয়ে বোর্ডের ওয়ার রুম পরিদর্শন করেন। উৎসবের মরশুমে যাত্রীদের চলাচলের অবস্থা পর্যালোচনা করেছেন তিনি। শ্রী বৈষ্ণব কর্মীদের ২৪ ঘন্টা কাজ করার মনোবলকে উৎসাহিত করার পাশাপাশি দীপাবলি উপলক্ষে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি মরশুমে, যাত্রীদের চাহিদা পূরণের লক্ষ্যে কালী পূজা, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষ্যে, ভারতীয় রেল ১২ হাজারেরও বেশি বিশেষ ট্রেন পরিচালনা করছে।
 
									