January 2, 2026 7:32 PM

printer

কেন্দ্রীয় রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রী জে পি নাড্ডা সারের ভর্তুকি প্রক্রিয়াকরণের সুবিধার্থে ই-বিল ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন।

কেন্দ্রীয় রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রী জে পি নাড্ডা সারের ভর্তুকি প্রক্রিয়াকরণের সুবিধার্থে ই-বিল ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। এর ফলেপ্রায় ২ লক্ষ কোটি টাকার ভর্তুকি প্রদানের কাজে সুবিধা হবে। নতুনদিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেনএই অনলাইন সিস্টেম স্বচ্ছদক্ষ এবং প্রযুক্তি-চালিত ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী বলেনসমন্বিত ই-বিল সিস্টেমে আর্থিক ক্ষেত্র আরও উন্নত হবে। এই ব্যবস্থাপনায় প্রক্রিয়ার প্রতিটি ধাপ রেকর্ড করা থাকবে। ফলতজালিয়াতি বা কোনও তথ্য অপব্যবহারের ঝুঁকিও হ্রাস পাবে। নতুন চালু হওয়া এই ব্যবস্থাপনাকাগজ-ভিত্তিক প্রক্রিয়া থেকে সম্পূর্ণ ডিজিটালসিস্টেম-টু-সিস্টেম কাজের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন সাধন করবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।