কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য দেশে একটি শক্তিশালী পরিমণ্ডল গড়ে তুলতে ‘জিরো ডিফেক্ট জিরো এফেক্ট’ মন্ত্রে কাজ করছে কেন্দ্রীয় সরকার। আজ তিনি নতুন দিল্লীতে প্রথম ইন্ডিয়ান ফাউন্ডেশন কোয়ালিটি ম্যানেজমেন্ট আলোচনা চক্রের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে তিনি জানান, দেশে গত ১০ বছরে মান নিয়ন্ত্রণের জন্য ১০৬ টি থেকে বাড়িয়ে ৭৩২ টি পণ্যকে নথিভুক্ত করা হয়েছে। শ্রী গোয়েল আরো বলেছেন, খেলনা তৈরির সমস্ত উপাদান সরবরাহের জন্য ভারত একটি পরিকাঠামো তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সরকারের সঙ্গে অংশ নেওয়ার জন্য শিল্পোদ্যোগীদের কাছে আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
Site Admin | October 16, 2024 7:15 PM
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে গুণমানের বাস্তুতন্ত্র গড়ে তুলতে ‘জিরো ডিফেক্ট, জিরো এফেক্ট’ মন্ত্র নিয়ে কাজ করছে সরকার।
