কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি গতকাল নাগপুরে ন্যাশনাল বুক ট্রাস্ট, মহারাষ্ট্র সরকার এবং জিরো মাইল ইয়ুথ ফাউন্ডেশনের মিলিত উদ্যোগে আয়োজিত প্রথম নাগপুর পুস্তক উৎসব ২০২৫-এর উদ্বোধন করেছেন। পূর্ব নাগপুরের রেশিমবাগ গ্রাউন্ডে ন‘দিনের এই উৎসব চলবে ৩০ নভেম্ব পর্যন্ত। পঠনপাঠনের সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে নীতিন গডকরি বলেন, পাঠাভ্যাস কেবল বিনোদন নয়, এটি ব্যক্তিত্ব বিকাশের অন্যতম স্তম্ভ। বইয়ের মাধ্যমে যে চিন্তা-ভাবনা আমাদের হৃদয়ে পৌঁছয়, তা আমাদের চেতনা ও মননে ব্যক্তিত্ব তৈরি করে। তিনি আরও বলেন, ভারত জ্ঞানের ভাণ্ডার এবং দেশের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের মহান শক্তি। আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়ে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান বই থেকেই অর্জন করতে হবে। ন‘দিনের এই বই উৎসবে ৩০০ জনেরও বেশি প্রকাশক অংশগ্রহণ করেছেন।
Site Admin | November 23, 2025 12:13 PM
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি গতকাল নাগপুরে ন্যাশনাল বুক ট্রাস্ট, মহারাষ্ট্র সরকার এবং জিরো মাইল ইয়ুথ ফাউন্ডেশনের মিলিত উদ্যোগে আয়োজিত প্রথম নাগপুর পুস্তক উৎসব ২০২৫-এর উদ্বোধন করেছেন।