কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আজ গোয়ালিয়র-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন । প্রতি শুক্রবার ট্রেনটি গোয়ালিয়র থেকে এবং রবিবার বেঙ্গালুরু থেকে চলবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই ট্রেনের সূচনা হওয়ায় গোয়ালিয়ার, গুনা ও ভোপালের মানুষ উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের রেলের উন্নয়নের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। গত ১১বছরে ২,৬৫১ কিলোমিটার নতুন ট্র্যাক তৈরি হয়েছে, যা ডেনমার্কের মোট রেল নেটওয়ার্কের চেয়েও বেশি।
Site Admin | June 27, 2025 11:00 AM
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ গোয়ালিয়র-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন
